
প্রকাশিত: Thu, Dec 21, 2023 8:51 PM আপডেট: Tue, Jul 1, 2025 9:35 PM
[১] দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন : সিমিন হোসেন রিমি
আকরাম হোসেন (কাপাসিয়া) গাজীপুর: [২] গাজীপুর-৪ কাপাসিয়া আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বঙ্গতাজ তাজউদ্দিন কন্যা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, বর্তমান সরকার হলো উন্নয়নশীল সরকার। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের রাস্তাঘাট, হাসপাতাল এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হয়। গর্ভকালীন মাতৃমৃত্যু শুন্যের কোঠায় এখন কাপাসিয়া। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ১৫ টাকা কেজি চাউল, বিজিডি, মাতৃত্বকালীন ভাতা এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের যথাযোগ্য মর্যাদায় সম্মান করা হয় এবং সম্মানী দেওয়া হয়। অন্য কোন সরকার যা পারে নাই তাই আপনারা আমার সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, নৌকায় ভোট দিন। বৃহস্পতিবার দিন ব্যাপি তার নির্বাচনী এলাকা কাপাসিয়ার বিভিন্ন ইউনিয়নে নৌকার পক্ষে প্রচারণা কালে তিনি এসব কথা বলেন।
[৩] একদিনে তিনি ঘাগুটিয়া ও সন্মানিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
[৪] এ সময় তার সফর সঙ্গি হিসেবে ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমানত হোসেন খান ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সম্পাদক মাহবুবুদ্দিন সেলিম, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক রাজিব ঘোষ, গাজীপুর আন্ত জেলা শ্রমীক ইউনিয়নের সাধারন সম্পাদক জুয়েল ফকির সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মি । প্রচারণা কেন্দ্রগোলোতে উই এলাকার শত শত নারী পুরুষ জমায়েত ছিল।